একজন মাত্র বাংলাদেশি গৃহকর্মী নিতে পারবে কুয়েতি পরিবার
কুয়েতের যে কোনো পরিবার একজন মাত্র বাংলাদেশি গৃহকর্মীকে নিতে পারবে। দেশটিতে ভ্রমণ ভিসার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আবাসন বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মা’আরাফি জানান, পাসপোর্ট এবং জাতীয়তা বিষয়ক অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের যে কোনো পরিবার একজন মাত্র বাংলাদেশি গৃহকর্মী নিতে পারবে।
কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে, একজনের বেশি বাংলাদেশি গৃহকর্মী নিতে পারবে না কুয়েতের কোনো পরিবার। কোনো পরিবার এই সংখ্যা অতিক্রম করতে পারবে না। করলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
শুধু তাই নয় কোনো কুয়েতি পরিবার বাংলাদেশের যে গৃহকর্মীকে নেবে তার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ তথ্য দিতে হবে।
টিটিএন/আরআইপি