ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় ২০১৪ সালে নিহত ৭৬ হাজার

প্রকাশিত: ০২:২৮ এএম, ০২ জানুয়ারি ২০১৫

২০১৪ সালে সিরিয়ায় বিদ্রোহীদের বর্বর সহিংসতায় ৭৬,০০০ মানুষ মারা গেছে। দেশটিতে প্রায় চার বছরের সংঘর্ষ-সহিংসতায় গত বছরই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। সে কারণে  ২০১৪ সালকে সিরিয়ার সহিংসতায় সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে গণ্য করা হচ্ছে।
 
নিহত ৭৬,০০০ মানুষের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (বৃহস্পতিবার) এ তথ্য প্রকাশ করেছে।
 
গ্রুপটি জানায়, গত বছরের সহিংসতায় ১৮,০০০ বেসামরিক লোক মারা গেছে যার মধ্যে ৩,৫০১টি শিশু রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রিপোর্টে আরো বলা হয়েছে, ২০১৪ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সহিংসতায় অন্তত ৩২,৭০০ বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া, সংঘর্ষে মারা গেছে প্রায় ২২,৬০০ সেনা।
 
এর আগে ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদ্রোহীদের সহিংসতা শুরুর পর এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ কিছুদিন আগে ঘোষণা করেছে।