ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্লোরিডা হামলায় ওমরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৫ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামী নাইটক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকেও অভিযুক্ত করা হতে পারে। খবর বিবিসির।

মতিনের স্ত্রী নূর সালমানের বিষয়ে তদন্তের জন্য প্রসিকিউটররা গ্যান্ডজুরির প্রতি আহ্বান জানিয়েছেন।

ওমর মতিন এ ধরনের হামলা চালাতে পারেন তা আগে থেকেই জানতেন তিনি। তবে স্বামীকে পালস গে ক্লাবে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নূর সুলতান।

গত রোববার রাতে চালানো ওই হামলাকে সাম্প্রতিক সময়ে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে।

ওই হামলায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এর আগে মুসলিম যুবক ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টেলিভিশনের সাক্ষাতকারে জানান, তার সাবেক স্বামী সমকামী ছিলেন তিনি সন্দেহ করতেন।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন