ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসির প্রাইমারি ভোটে হিলারির জয়

প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৫ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটন ডিসির প্রাইমারি ভোটে জয়ী হয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর এবিসি নিউজের।

প্রেসিডেন্ট নির্বাচনে শেষ প্রাইমারিতে জয়ের পর এক টুইট বার্তায় ক্লিনটন বলেন, আমরা ওয়াশিংটন ডিসিতে বিজয়ী হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।

গত সপ্তাহেই অবশ্যই মনোনয়ন নিশ্চিত করেছেন হিলারি। নিউ জার্সির ভোটাভুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হিলারি প্রয়োজনীয় দুই হাজার ৩৮২ ডেলিগেটের সমর্থন যোগাড় করে ফেলেন।

এতে করে হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে একটি প্রধান দলের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন তিনি।

ওয়াশিংটনে বড় জয়ের পর কোনঠাসা হয়ে পড়েছেন হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।

ওয়াশিংটন ডিসিতে হিলারি পেয়েছেন ৭৯ ভাগ ভোট। অপরদিকে, ওই প্রাইমারিতে স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২১ ভাগ ভোট।

টিটিএন/এবিএস

আরও পড়ুন