যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলিতে নিহত ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোর একটি সমকামীদের নাইটক্লাবে ব্যাপক গোলাগুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৪২ জন।
ওরল্যান্ডো পুলিশ বলছে, তিন ঘণ্টা ধরে গোলাগুলির পর পুলিশ কর্মকর্তারা পালস ক্লাব নামের ওই নাইটক্লাবে ঢুকে পড়েছে এবং বন্দুকধারীকে হত্যা করেছে।
এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে পুলিশ। তবে এ ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত কি না তা জানাতে পারেনি। বিবিসি বলছে, হতাহতদের খবর জানতে স্থানীয় হাসপাতালে খোঁজ নিচ্ছেন স্বজনরা।
শুক্রবার ওরল্যান্ডোর এক কনসার্টে গুলিতে ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি নিহত হওয়ার একদিন পর এ হামলার ঘটনা ঘটলো। তবে নাইটক্লাবে গুলিবর্ষণে প্রাণহানির এ ঘটনার সঙ্গে গ্রিমি হত্যাকাণ্ডের সম্পর্ক নেই বলে জানিয়েছেন ওরল্যান্ডো পুলিশের প্রধান জন মিনা।
তিনি বলেন, স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে পালস নাইটক্লাবে এ বন্দুক হামলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, বন্দুকধারীর কাছে রাইফেল, পিস্তল এবং অন্যান্য ডিভাইস ছিল। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি মারা যান।
আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র স্পেশালি এজেন্ট রন হার্পার বলেন, ক্লাবের ভেতরে গোলাগুলিতে নিহতের সংখ্যা ২০ জন হতে পারে। এছাড়া এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
ওরল্যান্ডো পুলিশের প্রধান জন মিনা বলেন, বন্দুক হামলা জিম্মি পরিস্থিতিতে পরিণত হয়। ক্লাবের ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি অন্তত ৪০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।
এসআইএস/আরআইপি