ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বছর জুড়ে নিখোঁজ বিমান

প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক অঙ্গনে ২০১৪ সাল জুড়ে ছিল রাজনৈতিক টালমাটাল, যুদ্ধ, ধ্বংস, হত্যা, অপহরণ, সন্ত্রাস, দুর্ঘটনা আর মারণব্যাধি বিস্তারের নানা ঘটনা। বছরের প্রথম ভাগটা ছিল বিশেষ করে মালয়েশিয়ার জন্য দুর্ভাগ্যের ।



মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান এমএইচ থ্রি সেভেন জিরোর হঠাৎ করেই আকাশে উধাও হয়ে যাওয়া আর তার ধাক্কা কাটতে না কাটতেই সংঘাতময় রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এম এইচ ওয়ান সেভেনের ভেঙে পড়া।



ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া রুশ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই বিমান বিধ্বস্ত হয়েছে এমন অভিযোগ ও রাশিয়ার দিক থেকে বিচ্ছিন্নতাবাদীদের  কোনোরকম অস্ত্র দেওয়ার অভিযোগ প্রত্যাখানের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপ ছিল টালমাটাল। পাশপাশি ছিল ইউক্রেনে রাজনৈতিক পালাবদলের বিক্ষোভ।



২০১৪ তে জেরুসালেম আবারও উত্তপ্ত হয়ে উঠে। সিরিয়া ও ইরাকে ইসলামী স্টেটের (আইএস) শক্তি বৃদ্ধি ঘটেছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ার বিধ্বস্তের ঘটনার পর যেমন আল কায়েদার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তেমনি সিরিয়া ও ইরাকে ইসলামী খিলাফতের ঘোষণা দিয়ে বিশ্ববাসীর নজর কাড়ে আইএস। সংগঠনটির বিরুদ্ধে এ বছরই যুদ্ধে নামে ইরাক ও সিরিয়ার সরকার, কুর্দিসহ বিভিন্ন স্থানীয় দল। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএসবিরোধী অভিযানে অংশ নিয়েছে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), উপসাগরীয় রাষ্ট্রগুলোসহ মোট ৫৯টি দেশ। কোনো সংগঠনের বিরুদ্ধে এতগুলো রাষ্ট্র ও সংস্থার লড়াইয়ের ঘটনা বোধহয় বিশ্বের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। এক্ষেত্রে অবশ্য আইএসকে বিশ্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সংগঠনের খেতাবও দেওয়া যায়।



অপরদিকে, নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত হয়েছে দু শতাধিক স্কুলছাত্রী যারা আজও ঘরে ফেরে নি। বিশ্ব মোড়লরা অপহৃত ছাত্রীদের উদ্ধারে সহয়তার আশ্বাস দিলেও আজও তার কোন কুল-কিনারা হয়ে উঠেনি। আর আফ্রিকায় মারণব্যাধি ইবোলার তান্ডবে ডিসেম্বর পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

বছরের শেষ দিকে পাকিস্তানে তালেবান জঙ্গীদের নির্বিচার গুলি বর্ষণে ঝরে গেছে ১৩২টি শিশু ও কিশোরের প্রাণ। এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহে বিশ্ব আবারো সরগরম হয়ে উঠে বিমান দূর্ঘটনরি খবর নিয়ে। তবে এ ক্ষেত্রে মালয়শিয়ার এয়ালাইন্স সরাসরি জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত। কেননা এয়ার এশিয়ায় মালয়শিয়ার ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।