ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিধ্বস্ত বিমানের কাছে ডাচ তদন্তকারীরা

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২১ জুলাই ২০১৪

বোয়িং ৭৭৭ বিধ্বস্ত হওয়ার জায়গায় পৌঁছেছেন তদন্তকারীদের একটি দল।  আন্তর্জাতিক তদন্তকারী হিসাবে ডাচ বিশেষজ্ঞরাই প্রথম সেখানে পৌঁছেছেন।

এর আগে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের (ওএসসিই) পর্যবেক্ষকরা দুর্ঘটনাস্থলে গেলেও বিদ্রোহীরা তাদের স্থানটি পরিদর্শনে বাধা দেয়।

গত বৃহস্পতিবার দোনেস্কে ক্ষেপণাস্ত্রের আঘাতে এমএইচ ১৭ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীর সবাই নিহত হয়।

ইউক্রেইনের বিদ্রোহীরো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই বিমানটি ভূপাতিত করেছে বলে অভিযোগ আছে।

এছাড়া এ ঘটনার সাথে রাশিয়ার জড়িত থাকার নানা তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।