দিল্লির মেট্রোতে ৯৪ শতাংশই মহিলা পকেটমার
দিল্লিতে মেট্রো রেল পরিষেবায় যে পকেটমাররা ধরা পড়ছেন, তাদের মধ্যে শতকরা ৯৪জনই মহিলা বলে সরকারি তথ্যে জানা গেছে।
ভারতের রাজধানীতে মেট্রো নেটওয়ার্কে নিরাপত্তার দায়িত্বে আছে যে সিআইএসএফ বা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী -তাদের দেওয়া তথ্যেই জানা গেছে সেখানে পুরুষ পকেটমারদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকগুণ বেশি। আর এটা শুধু এ বছর নয়, গত বছরের পরিসংখ্যানও একই কথা বলছে।
সিআইএসএফের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মেট্রো রেলে মোট ২৯৩জন মহিলা পকেটমার ধরা পড়েছেন, যেখানে পুরুষ পকেটমারের সংখ্যা মাত্রই ২২জন।
এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিশেষ করে অফিসের সময় ভিড়ে ঠাসা ট্রেনের কামরাগুলোই মহিলা পকেটমাররা টার্গেট করে থাকেন এবং অনেক সময়ই তাদের সঙ্গে থাকে একটি শিশু বা কোলে বাচ্চা, যাতে তাদের পকেটমার হিসেবে সন্দেহ করাটাই কঠিন হয়।
ফলে যদি কোনও যাত্রী ধরা যাক ট্রেনের ভেতর বুঝতেও পারলেন তার মানিব্যাগ কিংবা মোবাইল ফোনটি খোয়া গেছে, কোলে শিশু নিয়ে থাকা একজন মহিলার ওপর সন্দেহটা কম হবে, এটাই স্বাভাবিক।
নিরাপত্তা কর্মকর্তাদের অভিজ্ঞতা আরও বলছে, যদি কোনও মহিলা পকেটমার ট্রেনে ধরাও পড়ে যান তাকে সচরাচর গণপিটুনির হাত থেকে রেহাই দিয়ে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়াটাই রীতি। কিন্তু পুরুষ পকেটমারদের অনেক সময়ই গণপিটুনির হাতে পড়তে হয়, ধরা পড়লে যাত্রীদের সবাই তাকে দু-চার ঘা দিয়ে থাকেন। কাজেই পকেটমারির যে সব সংগঠিত চক্র দিল্লিতে সক্রিয়, তারাও মহিলাদের ব্যবহার করতেই বেশি পছন্দ করে! -বিবিসি