সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক টুকরো ফিলিস্তিনে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ শিশুকে হত্যা
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত মার্চের ১৮ তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজাজুড়ে বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। শুধু তাই নয় সেখানে ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েল।
গাজা যুদ্ধের প্রতিবাদ করা সেনাদের বরখাস্তের ঘোষণা ইসরায়েলের
গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে প্রকাশিত একটি খোলাচিঠিতে সই করা দেশটির বিমানবাহিনীর রিজার্ভ (অনিয়মিত বা খণ্ডকালীন সেনা) সেনাদের মধ্যে কর্তব্যরত সবাইকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। স্থানীয় সময় শুক্রবার ( ১১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ/ বহিষ্কারের মুখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে সম্প্রতি ফিলিস্তিনপন্থি একটি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে সম্মতি দিয়েছে মার্কিন একটি আদালত। তাকে একমাস আগেই আটক করা হয়েছিল।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের ‘শুল্ক বিরতি’তে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব বাণিজ্যে নতুন মোড় নেওয়ার আভাস দিলেও বিনিয়োগকারীরা তাতে স্বস্তি পাচ্ছেন না। সম্প্রতি ট্রাম্প তার কঠোর শুল্কনীতি আংশিকভাবে শিথিল করলেও চীনের জন্য তা আরও কঠোর করেছেন। এতে আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি ও পুঁজিবাজার।
বিজ্ঞাপন
মার্কিন ডলারের ব্যাপক দরপতন
বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে বড় দরপতনের মুখে পড়েছে মার্কিন ডলার। গত সপ্তাহে সুইস ফ্রাঁ ও ইউরোর বিপরীতে ডলারের দাম বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
ভারত-নেপালে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতের ঘটনায় এক সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার (১২ এপ্রিল) জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বজ্রপাতের ঘটনায় কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন ঘিরে সহিংসতায় নিহত ৩, গ্রেফতার শতাধিক
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না: মমতা
ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।
পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
কেএএ/জেআইএম
বিজ্ঞাপন