সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত
বুধবার থেকে বিশ্বব্যাপী কার্যকর হতে যাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশ এই সুবিধা পাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে তার দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ফ্রান্স ফাইভ টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইসরায়েলকে পছন্দ করেন না ৫৩ শতাংশ মার্কিনি: জরিপ
ইসরায়েলকে নিয়ে বর্তমানে অধিকাংশ মার্কিন নাগরিকই নেতিবাচক ধারণা পোষণ করেন। সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলাই এই দৃষ্টিভঙ্গির কারণ বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর
বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে রয়েছে বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৯ এপ্রিল) দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্পের শুল্ক স্থগিত বিনিয়োগকারীদের জন্য স্বস্তির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপ করা শুল্ক অন্তত ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। ট্রাম্প জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের ৭৫টির বেশি দেশ শুল্কের বিষয়ে আলোচনায় বসতে চেয়েছে। সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
যুদ্ধের বিরোধিতা করা বিমানবাহিনী সদস্যদের বহিষ্কারের হুমকি ইসরায়েলের
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে স্বাক্ষর করা একটি খোলা চিঠি থেকে নাম না সরালে অন্তত ৯৭০ জন ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কর্মকর্তা ও সৈন্যকে বরখাস্ত করার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বুধবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।
শুল্ক এড়াতে ভারত থেকে ১৫ লাখ আইফোন যুক্তরাষ্ট্রে নেয় অ্যাপল
ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্ক এড়াতে উৎপাদন বাড়িয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ৬০০ টন বা ১৫ লাখ আইফোন নিয়ে যায় অ্যাপল। চার্টার্ড কার্গো ফ্লাইটে করে এই ফোনগুলো নেওয়া হয়। সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সিরিয়ায় সংঘর্ষ এড়াতে আলোচনা শুরু করেছে তুরস্ক-ইসরায়েল
সিরিয়ায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তুরস্ক ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনীই সক্রিয় রয়েছে। তুরস্কের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বেপরোয়া চালকদের জরিমানা বাড়ালো আমিরাত, গ্রেফতার করা যাবে স্পটে
সংযুক্ত আরব আমিরাতের সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী, বেপরোয়া চালকদের এখন থেকে ঘটনাস্থলেই গ্রেফতার করা যাবে। পাশাপাশি জরিমানা বাড়িয়ে এক লাখ দিরহাম পর্যন্ত করা হয়েছে।
তুরস্কে বিক্ষোভের সময় গ্রেফতার ১০৭ শিক্ষার্থীকে মুক্তির আদেশ
ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রের কারাদণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অন্তত ১০৭ শিক্ষার্থীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।
এমএসএম/জেআইএম
বিজ্ঞাপন