ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৯ এপ্রিল ২০২৫

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছে। বেইজিংভিত্তিক দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি বুধবার এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে।

ভবন নির্মাণের নীতিমালা লঙ্গণ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে চীনে প্রায়ই মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত জানুয়ারিতে রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এর এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরে একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জন মারা যান।

টিটিএন

বিজ্ঞাপন