ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৭ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের ছোড়া রকেট হামলার পর এই বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিত তীরে ইসরায়েলি বাহিনী ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড রোববার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর সহিংসতা বেড়ে যায়। রকেট হামলাকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে হামাস।

তবে হামাসের রকেট হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়ে ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের ছোড়া রকেটের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তবে একটি রকেট আশকেলন শহরে আঘাত হানলে তিনজন সামান্য আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেইর আল-বালাহসহ মধ্য গাজার সন্দেহভাজন রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করেছে। রোববার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে চালানো এসব হামলায় অন্তত ১ হাজার ৩৩৫ জন ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ২৯৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, তুরমাস আইয়ায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় ১৪ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান কিশোর ওমর মোহাম্মদ রাবেয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আইডিএফ দাবি করেছে, সৈন্যরা ‘সন্ত্রাসীদের’ সঙ্গে লড়াই করার সময় বেসামরিক নাগরিকরা পাথর নিক্ষেপ করেছিল, যার ফলে একজন নিহত এবং দুজন আহত হন।

তবে বিনা উসকানিতে এই গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে গত জানুয়ারি থেকেই ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে আইডিএফ। এসব অভিযানকে ইসরায়েল সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। অন্যদিকে ফিলিস্তিনি নেতা ও বাসিন্দারা ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির অভিযোগ এনেছে—যা ওই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।

বিজ্ঞাপন

গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।

টিটিএন

টাইমলাইন

  1. ১০:৪০ এএম, ১০ এপ্রিল ২০২৫ ফিলিস্তিনিদের জন্য বিপর্যয় ডেকে এনেছিল যে চিঠি
  2. ০৮:৪৬ এএম, ১০ এপ্রিল ২০২৫ আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় নিহত আরও ৩৫
  3. ১২:৪৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় নিহত ৫৮
  4. ০৫:৪৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ভারতে মুসলিম দেশের পতাকা ওড়ানোয় বিদ্যুৎকর্মী বরখাস্ত, গ্রেফতার ৮
  5. ০৪:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির ডাক কোথা থেকে এলো?
  6. ০৩:৪৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজার ৫০ শতাংশ ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা
  7. ০৩:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ নেতানিয়াহুর বাড়ির সামনে জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভ
  8. ১১:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
  9. ১০:৫২ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত
  10. ০৯:৪৬ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪
  11. ০৮:৫২ এএম, ০৭ এপ্রিল ২০২৫ গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা
  12. ০৭:২২ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক
  13. ০৪:৫৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ
  14. ০৪:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ রাফাহকে গাজা থেকে বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল
  15. ১২:৩০ পিএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০, আহত ১৬২
  16. ০৮:৫৪ এএম, ০৬ এপ্রিল ২০২৫ গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল
  17. ০৭:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
  18. ০৮:২৬ এএম, ০৫ এপ্রিল ২০২৫ গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার
  19. ০৯:০৮ এএম, ০৪ এপ্রিল ২০২৫ গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩
  20. ০১:১৬ পিএম, ০১ এপ্রিল ২০২৫ গাজায় ইসরায়েলি হামলায় ১০ দিনে ৩২২ শিশু নিহত: জাতিসংঘ
  21. ০৯:৪১ এএম, ০১ এপ্রিল ২০২৫ গাজায় ১৫ সহায়তা কর্মী হত্যা করলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলছে দোষ হামাসের

বিজ্ঞাপন