দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল

একসময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সেতুবন্ধ হিসেবে দেখা হতো টেক জায়ান্ট অ্যাপলকে। অনেকে আশা করেছিলেন, প্রতিষ্ঠানটি হয়তো দুই পরাশক্তির মধ্যে সংঘাত এড়াতে সাহায্য করতে পারে। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ফলে সবচেয়ে বড় আঘাতটি যেন পেতে যাচ্ছে অ্যাপল।
একদিকে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক প্রতিষ্ঠানটির ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে চীনের পাল্টা প্রতিক্রিয়া অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজারে পণ্য বিক্রিতে ধস নামাতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকের জন্য রীতিমতো ভূরাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠেছে এটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বড় সংকটে অ্যাপল
গত ২ এপ্রিল ট্রাম্প যখন সব বড় বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দেন, তার পরদিনই শেয়ারবাজারে অ্যাপলের মূল্য ৩১১ বিলিয়ন ডলার কমে যায়। ৪ এপ্রিল চীন পাল্টা জবাবে সব মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক ও দুর্লভ খনিজ পদার্থ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে অ্যাপলের শেয়ারের দর আরও পড়ে যায়। হার্ডওয়্যারের ওপর নির্ভরতা থাকায় এই ধাক্কা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় অ্যাপলের জন্য অনেক বেশি।
আরও পড়ুন>>
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- স্যামসাংকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ফোননির্মাতা এখন অ্যাপল
- একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা
- চীনে আইফোনের দামে বড় ছাড়, বিরল সিদ্ধান্ত অ্যাপলের
টিম কুক এর আগেও ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন—শপথ গ্রহণের পরপরই তিনি যুক্তরাষ্ট্রে চার বছরে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, এটি ছিল মূলত ট্রাম্পকে খুশি করে শুল্ক থেকে রেহাই পাওয়ার কৌশল। প্রথম মেয়াদে যেমনটা হয়েছিল। কিন্তু এবার সেই কৌশল কাজ করেনি।
বর্তমানে ট্রাম্প চীনের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেন, যেখানে অ্যাপলের প্রায় ৯০ শতাংশ আইফোন উৎপাদিত হয়। এই শুল্ক যুক্ত হয়েছে আগের শুল্কের সঙ্গে। এছাড়া ভারতে ২৬ শতাংশ ও ভিয়েতনামে ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে—যেখানে অ্যাপল বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছিল। এখন সেই পরিকল্পনাও ঝুঁকির মুখে।
বিজ্ঞাপন
ইউবিএসের বিশ্লেষক ডেভিড ভগট জানান, প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় সাত কোটি আইফোন চীনে তৈরি হয়। উৎপাদন খরচের ওপর প্রযোজ্য শুল্ক প্রতিটি আইফোনে প্রায় ৩৩০ ডলার বাড়তি ব্যয় সৃষ্টি করতে পারে।
বাড়তি খরচের বোঝা বইবে কে?
গ্রাহকের কাঁধে এই বোঝা চাপানো কঠিন, কারণ আগে থেকেই আইফোনের বিক্রি স্থবির হয়ে পড়েছে। এর দাম আরও বাড়লে গ্রাহক হারানোর ঝুঁকি বাড়বে। আবার শেয়ারহোল্ডার ও সরবরাহকারীদের ওপর চাপ দিলেও মুনাফার মার্জিন ৪৬ শতাংশ থেকে ৪০ শতাংশে নেমে যেতে পারে এবং প্রতি শেয়ারে আয় ২০ শতাংশ কমে যেতে পারে বলে মনে করছেন ভগট।
অন্যদিকে, চীনের বাজারেও শঙ্কা রয়েছে। সেখানে অ্যাপলের রাজস্ব গত বছর ৮ শতাংশ কমেছে। দেশটির ভোক্তারা হয়তো অ্যাপলকে ট্রাম্পের প্রতীক হিসেবে দেখছেন। এর মধ্যে হুয়াওয়ে, অপ্পো, শাওমির মতো দেশীয় ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠছে। চীন সরকারও হয়তো অ্যাপলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে—যেমন সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা অ্যাপ স্টোরের ফি নিয়ে তদন্তের চিন্তা করছে।
বিজ্ঞাপন
এখন প্রশ্ন—চীন এবং দক্ষিণ এশিয়া অনিশ্চিত হয়ে পড়ায় অ্যাপলের অন্য বিকল্প কোথায়? ট্রাম্প প্রশাসনের উত্তর—যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি অনেকটাই প্রচারণামূলক। এর আগে অ্যাপল ৩৫০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি।
যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি নিয়ে সংশয়
উচ্চ প্রযুক্তি ও শ্রম খরচের কারণে যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন করা প্রায় অসম্ভব। টিএসএমসির অ্যারিজোনায় চিপ উৎপাদন কেন্দ্র চালু করতেই অনেক বছর লেগেছে। এখন যদি আইফোন উৎপাদনের যাবতীয় সরবরাহকারীদের যুক্তরাষ্ট্রে আনা হয়, তাতে বিশাল ব্যয় ও সময় লাগবে। কোনো প্রণোদনা ছাড়াই সেটি হয়তো সম্ভব নয়।
জিরো১০০’র বিশ্লেষক কেভিন ও’মারাহ বলছেন, অ্যাপল যদি আগে থেকেই রোবটিক উৎপাদনে বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করতো, তবে এতটা চাপ হতো না। এখন প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে যুদ্ধ করছে।
বিজ্ঞাপন
ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভসের মতে, মার্কিন আইফোনের দাম গিয়ে দাঁড়াতে পারে ৩ হাজার ৫০০ ডলারে!
সব মিলিয়ে টিম কুকের জন্য সময়টা অত্যন্ত কঠিন। এক সময় তিনি ছিলেন ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার আদর্শ সিইও। এখন তার সামনে হয়তো একমাত্র ভরসা—ট্রাম্পের কাছ থেকে শেষ মুহূর্তে কোনো ছাড় আদায় করে নেওয়া। কিন্তু বর্তমান বাণিজ্য যুদ্ধের বাস্তবতায় বিশেষ কোনো প্রতিষ্ঠানের প্রতি দয়া দেখানো হবে—এমনটা বলা কঠিন। দু’টি বড় বাজারেই অ্যাপলের অবস্থান দুর্বল হচ্ছে এবং তাদের প্রধান পণ্যও পুরোনো হয়ে পড়ছে। যদি শিগগির চমকপ্রদ কোনো পরিবর্তন না আসে, তাহলে টিম কুকের ১৪ বছরের নেতৃত্বও প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে।
কেএএ/
টাইমলাইন
- ০৫:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘শুল্ক বিরতি’তে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা
- ১০:১৯ পিএম, ১০ এপ্রিল ২০২৫ চীনের ওপর যুক্তরাষ্ট্রের সর্বমোট শুল্ক ১৪৫ শতাংশ: হোয়াইট হাউজ
- ০৮:৫৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক বসালো চীন
- ০৪:১৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব
- ০৩:১২ পিএম, ০৯ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ, পণ্যের দাম বাড়ার শঙ্কায় ৭৩ শতাংশ মার্কিনি
- ০৪:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাবে মালয়েশিয়া
- ০৪:০২ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের শুল্কারোপে কম্বোডিয়ার গার্মেন্টস শিল্পে ধসের শঙ্কা
- ০২:৩৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান
- ১২:৪২ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
- ১২:২৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভিয়েতনাম
- ০৮:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য অর্ধ শতাধিক দেশের আবেদন
- ০৪:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি
- ০২:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘দাওয়াইয়ে’ এশিয়ার শেয়ার বাজারে ধস
- ০১:২০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫ শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প
- ০৮:২২ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি স্থগিত করলো জাগুয়ার ল্যান্ড রোভার
- ০৬:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক কার্যকর, বাংলাদেশের হাতে সময় আছে কতদিন?
- ০৬:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের পাল্টা শুল্কারোপ, সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা
- ০৫:২২ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল
- ০৪:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামিয়ে আনতে চায় ভিয়েতনাম
- ০৩:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ: বাণিজ্যযুদ্ধ এড়াতে কী ভাবছে দেশগুলো?
- ০২:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
- ০৬:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৫ মার্কিন শুল্ক ইস্যুতে আসিয়ান সদস্যদের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া
- ০২:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৫ বাংলাদেশে কত শুল্ক দেন মার্কিন ব্যবসায়ীরা, কতটা কমানো যাবে?
- ০৯:৩৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধানের আশা ড. ইউনূসের
- ০৯:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
- ০৭:১০ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ‘শুল্ক বোমা’ সামলাতে সম্ভাব্য করণীয়
- ০৬:২৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্ববাজারে সোনার বড় দরপতন
- ০৫:৪১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন রপ্তানিকারকরা
- ০৫:০১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিশ্ব নেতারা
- ০২:৪৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- ০২:১৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশের রপ্তানিতে অশনি সংকেত!
- ০১:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের শুল্ক থেকে ছাড় পেলো না জনমানবহীন দ্বীপও
- ০১:০১ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কবে থেকে কার্যকর?
- ১২:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি ক্ষতির মধ্যে পড়ার শঙ্কা
- ১২:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৫ তীব্র প্রতিক্রিয়া ইউরোপে, পাল্টা ব্যবস্থার হুমকি চীনের
- ১১:৩১ এএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশসহ এশিয়ার কোন দেশ কতটা ভুক্তভোগী?
- ১০:২৪ এএম, ০৩ এপ্রিল ২০২৫ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- ০৯:৪২ এএম, ০৩ এপ্রিল ২০২৫ সবচেয়ে কম শুল্ক আরোপ হলো যেসব দেশে
- ০৯:৩৫ এএম, ০৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ
- ০৯:২৬ এএম, ০৩ এপ্রিল ২০২৫ ট্রাম্পের ঘোষণায় সর্বোচ্চ শুল্ক আরোপ হলো যেসব দেশে
- ০৯:০৩ এএম, ০৩ এপ্রিল ২০২৫ কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ০৬:১৭ এএম, ০৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন