সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা শাহবাজ শরিফের, পাকিস্তান সফরের আমন্ত্রণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি ও ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ভারতে ঈদের নামাজে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ আদায় করেন। সেসময় কিছু গেরুয়া পোশাক পরা লোকজনকে নামাজ আদায়রতদের ওপর ফুল ছিটান। হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই আয়োজন করে।
ঈদের দিন গাজায় ৬৪ জনকে হত্যা করলো ইসরায়েল
বিজ্ঞাপন
ঈদের দিনও রক্তপাত থেকে রেহাই পেলো না গাজা। অবরুদ্ধ উপত্যকাটিতে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন ইসরায়েলের হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসে একাধিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়াও উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ‘উপায়’ আছে: ট্রাম্প
রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, না, আমি মজা করছি না। আমি মজা করছি না। এমন ‘পদ্ধতি’ আছে যা দিয়ে আপনি সাংবিধানিক সীমাবদ্ধতা এড়াতে পারেন। অর্থাৎ এবার তিনি রসিকতা করেননি। তবে এটা নিয়ে এখনই ভাবার সময় হয়নি।
বিজ্ঞাপন
পুতিনের ওপর ‘বেজায় রাগ’ ট্রাম্পের, রাশিয়ার তেলে শুল্ক আরোপের হুমকি
ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি এর জন্য পুতিন দায়ী, তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবো।
ঈদে ফিলিস্তিনের সমর্থনে কলকাতায় মিছিল
বিজ্ঞাপন
গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে সোমবার (৩১ মার্চ) সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সবচেয়ে বড় নামাজটি হয় কলকাতার রেড রোডে, অংশ নেন লাখো মুসল্লি। তার মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবিতে সংহতি মিছিল করেন একদল মুসল্লি। এসময় তাদের হাতে ফিলিস্তিনির জাতীয় পতাকা দেখা যায়।
জুমার নামাজের সময় ভূমিকম্প, মিয়ানমারে নিহত অন্তত ৭০০ মুসল্লি
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের মধ্যে সাত শতাধিক মুসল্লি রয়েছেন। সোমবার (৩১ মার্চ) দেশটির একটি মুসলিম সংস্থা এমন তথ্য জানিয়েছে। গত শুক্রবার (২৮ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে রমজানের শেষ দিকে জুমাতুল বিদার দিনে এই ভূমিকম্প অনুভূত হয়। তখন জুমার নামাজ আদায়ে মসজিদে ছিলেন বেশিরভাগ মুসল্লি।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর ব্যাংককে একাধিক ভবনে ফাটল, সরিয়ে নেওয়া হলো লোকজন
প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক ব্যাংককে। সোমবার (৩১ মার্চ) থাই রাজধানীতে বেশ কয়েকটি ভবনে কম্পন অনুভূত ও ফাটল দেখা দেওয়ার খবর আসে। এর পরপরই ভবনগুলো থেকে সব লোকজন বের করে নেওয়া হয়।
স্বজন হারানোর বেদনায় কাঁদছে মিয়ানমার
বিজ্ঞাপন
শুক্রবারের (২৮ মার্চ) ওই ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছাকাছি শহর সাগাইং। সেখানে এখন জীবিতদের চেয়ে মরদেহই বেশি উদ্ধার হচ্ছে। রোববার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে থার ন্গে জানান, মান্দালয় থেকে উদ্ধারকর্মীরা মাত্র কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছে, কারণ ইরাবতি নদীর ওপর ইয়াদানাবন সেতু খুলে দেওয়া হয়েছে।
ইতিহাসে প্রথমবার সোনার দাম ৩১০০ ডলার ছাড়ালো
ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ৩ হাজার ১০০ মার্কিন ডলারের ওপর উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
এসএএইচ/এএসএম
বিজ্ঞাপন