ঈদে ফিলিস্তিনের সমর্থনে কলকাতায় মিছিল

গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে সোমবার (৩১ মার্চ) সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সবচেয়ে বড় নামাজটি হয় কলকাতার রেড রোডে, অংশ নেন লাখো মুসল্লি। তার মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবিতে সংহতি মিছিল করেন একদল মুসল্লি। এসময় তাদের হাতে ফিলিস্তিনির জাতীয় পতাকা দেখা যায়।
সকালে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই হাতে ব্যানার এবং স্লোগান তুলতে তুলতে একটি বিশাল মিছিল কলকাতার রেড রোডে প্রবেশ করে। শতাধিক মুসল্লি ওই মিছিলে অংশ নেন। বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাও সেই মিছিলে শামিল হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>>
মিছিলে অংশগ্রহণকারী শেখ আমির নামে এক যুবক জানান, আজ আমাদের খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের সাথে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। ওরাও যেন শান্তিতে থাকতে পারে সেই দোয়া করি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা যেভাবে পরিবারের সঙ্গে ঘরে ঈদ উদযাপন করছি, ঠিক সেভাবে ফিলিস্তিনিরাও যেন পরিবার নিয়ে ঈদ করতে পারে। আমি যেমন আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে এসেছি, ওরাও যেমন এরকম করতে পারে।
শেখ আমির আরও বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে প্রচণ্ড অত্যাচার এবং জুলুম হচ্ছে। নিরপরাধ বাচ্চাদের হত্যা করা হচ্ছে। এটা কি অপরাধ নয়? ইসরায়েলের উচিত বাচ্চাদের সঙ্গে মানবিক আচরণ দেখানো। ইসরায়েলি আক্রমণে যেসব বাচ্চা প্রাণ হারিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি।
বিজ্ঞাপন
ডিডি/কেএএ/
বিজ্ঞাপন