ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৮ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল
মিয়ানমারের মধ্যাঞ্চলে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। জার্মানির জিওসায়েন্স ইনস্টিটিউট জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক প্রাণহানির শঙ্কা
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি বার্মিজ সার্ভিসকে মান্দালয় অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন, ‘ক্ষয়ক্ষতি অনেক বেশি।’

ভূমিকম্পের পর থাইল্যান্ডে ৭০ নির্মাণশ্রমিক নিখোঁজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে যে ভূমিকম্প সৃষ্টি হয়, তা প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির হিসাব ক্রমাগত বাড়ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি থাইল্যান্ড
থাইল্যান্ডে শুক্রবার (২৮ মার্চ) যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, তা গত ৯৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন ছিল বলে জানিয়েছেন দেশটির খনিজ সম্পদ বিভাগের মহাপরিচালক পিচিত সোমবাতম্যাক। ১৯৩০ সালের পর থাইল্যান্ডে আঘাত হানা এটিই সবচেয়ে বড় ভূকম্পন। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ভূমিকম্পের আঘাতে ধসে পড়লো ৩০ তলা ভবন, ভিডিও ভাইরাল
থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ৩০ তলা নির্মাণাধীন একটি ভবন। এতে অন্তত ৪৩ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভয়ংকর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

বিজ্ঞাপন

ভূমিকম্পে থমকে গেছে ব্যাংককের জীবনযাত্রা
শক্তিশালী ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানীতে থমকে গেছে জীবনযাত্রা। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের পর থেকে ব্যাংককের রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ভূমিকম্পের কারণে থাই রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর ফলে বহু মানুষ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ির দিকে যাত্রা করেন।

মিয়ানমারে হাসপাতালের সামনে দীর্ঘ লাইন, রোগী সামলাতে হিমশিম
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শুক্রবার (২৮ মার্চ) দেশটির রাজধানী নেপিদোতে একটি এক হাজার শয্যার হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতদের লম্বা সারি দেখা যায়। কিছু আহত ব্যক্তি ব্যথায় ছটফট করছেন, অন্যরা হতবিহ্বল অবস্থায় পড়ে আছেন।

মিয়ানমারের ৬ অঞ্চলে জরুরি অবস্থা জারি
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক জান্তা সরকার। সাগাইং, মান্দালাই, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজে মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার
পবিত্র রমজানে মুসলিমদের জন্য হোয়াইট হাউজে ইফতারে আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইফতারের নৈশভোজে অংশ নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করছে।

রাজধানী দখলের ঘোষণা সুদানের সেনাবাহিনীর, পালালো বিদ্রোহীরা
প্রায় দুই বছর পর সুদানের রাজধানী খার্তুম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাজধানী থেকে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যোদ্ধাদের সম্পূর্ণভাবে হটিয়ে দেওয়া হয়েছে।

কেএএ/এএসএম

বিজ্ঞাপন