ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৬ মার্চ ২০২৫

সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়। এই হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অব্যাহত যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রত্যাখ্যান করছে সৌদি আরব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলা হয়েছে, এই অযৌক্তিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব সিরিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করছে।

মন্ত্রণালয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে এই অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, যা দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সবশেষ ঘটনা।

তাছাড়া একই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে গাজার ওপর অবরোধ না তোলা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল বন্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: সৌদি গেজেট

বিজ্ঞাপন

এমএসএম

বিজ্ঞাপন