ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কানাডায় নির্বাচন ২৮ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০০ পিএম, ২৪ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যেই চলতি বছরের ২৮ এপ্রিল কানাডায় নির্বাচন হবে বলে ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার (২৩ মার্চ) তিনি এই ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিল। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কী বলেছেন কানাডার প্রধানমন্ত্রী?

মার্ক কার্নি বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার নয় দিন পরে আমি নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। কারণ, ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন জরুরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। দেশে বিনিয়োগ করা, দেশকে গড়ে তোলা ও এক রাখার কাজটা জরুরি।

কার্নি বলেছেন, এজন্যই আমি কানাডার মানুষকে বলছি, ইতিবাচক রায় দিন। আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি। গভর্নর জেনারেল, ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধি মেরি সিমন নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন

কার্নি বলেছেন, ট্রাম্প বলেছেন কানাডা কোনো দেশ নয়। তিনি চান, যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিক। আমরা এটা হতে দেব না। এই অবস্থায় আমাদের একে অপরের উপর নির্ভর করতে হবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প যতদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।

সূত্র: ডয়চে ভেলে

এসএএইচ

বিজ্ঞাপন