ফ্রান্সে বরফের নিচে ১৫ হাজার গাড়ি
আল্পস পর্বতমালার ফ্রান্সের অংশে তুষারপাত ও বরফের কারণে অন্তত ১৫ হাজার গাড়ি আটকা পড়েছে। শনিবার হলিডে ট্রাফিক থেকে স্কি রিসোর্ট পর্যন্ত দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। দেশটিতে তুষারপাতের ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ আবাহওয়া সতর্কতা ‘অরেঞ্জ ওয়েদার এ্যালার্ট’ জারি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ মোটরচালকদের শনিবার সারারাত এক জায়গায় জড়ো করে রাখে। এর আগে ইসেরে অঞ্চলে গাড়ি খাদে পড়ে এক চালক নিহত হন।সরকারের পক্ষ থেকে চালকদের সর্বোচ্চ সতর্কতা ও সম্ভব হলে ভ্রমণ পরিত্যাগের আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার আল্পস অঞ্চলে তুষারপাতের পরিমাণ আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে প্যারিসে বরফ পড়তে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ভারী তুষারপাতের কারণে ফ্রান্স জুড়ে আরও তিনজন মারা গেছে বলে দেশটির একটি সংবাদপত্র উল্লেখ করেছে। - বিবিসি