ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় শিশুসহ আরও ১৩০ জনকে হত্যা করলো ইসরায়েল
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় পাঁচ শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল উড়িয়ে দিলো ইসরায়েল
অবরুদ্ধ গাজার একমাত্র বিশেষায়িত ক্যানসার হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল স্কুল উড়িয়ে দিয়েছে ইসরায়েল। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা নিষিদ্ধ।

ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা
লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ যুক্তরাষ্ট্রে খনিজ উৎপাদন বাড়াতে যুদ্ধকালীন ক্ষমতা প্রয়োগ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ বৃদ্ধির লক্ষ্যে যুদ্ধকালীন ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি উৎসের ওপর নির্ভরশীলতাকে তিনি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ভারতীয় প্রবাসীরা কেন ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে পারছেন না?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ মার্চ জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকারে অংশ নেন। এই সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি উষ্ণ মনোভাব প্রকাশ করেন এবং তাদের মধ্যকার ‘দৃঢ় বন্ধন’-এর কথা উল্লেখ করেন। এর পরপরই মোদী ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দেন এবং সেখানে লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু’।

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ/ বিদেশি শিক্ষার্থীকে আত্মসমর্পণ করতে মার্কিন পুলিশের চিঠি
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় মোমোদু তাল নামের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আত্মসমর্পণ করতে বলেছে মার্কিন অভিবাসন পুলিশ। শুক্রবার (২১ মার্চ) তার আইনজীবী দলকে এই চিঠি মেইল করা হয়েছে। দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন অভিবাসন ও শুল্ক কর্মকর্তারা এই চিঠি দেন।

ভারতীয় ভোটার তালিকায় বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ী নেতার নাম
পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার নিয়ে বেশ কিছুদিন ধরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপরেই পুরো রাজ্যে ভুয়া ভোটার সন্ধানে অভিযানে নামে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে নেতা-কর্মীরা। তারপরেই সামনে আসে ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি ভুয়া ভোটারের নাম।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে ২০টির বেশি দাবানল, ২ দমকলকর্মীর মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে দুই দমকলকর্মী নিহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২২ মার্চ) দেশটির বিভিন্ন স্থানে একযোগে ২০টির বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি আগুন সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।

জার্মানির শিল্পখাতে বাড়ছে চীনের প্রভাব
জার্মানির শিল্পখাতে ক্রমাগত চীনের প্রভাব বাড়ছে। চীন শুধু জার্মানির ফল্কসভাগেন, মার্সিডিজের মতো গাড়ির বাজারে প্রতিদ্বন্দ্বিতা করেই থেমে থাকেনি। কেমিক্যাল ও প্রকৌশলখাতেও বাড়ছে চীনের উপস্থিতি।

কেএএ/জেআইএম

বিজ্ঞাপন