ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার কেন্দ্রীয় ব্যাংক দখলে নিলো সুদানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২২ মার্চ ২০২৫

প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধারের পর আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে সুদানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে বলেছেন, আমাদের বাহিনী আরও সাফল্য অর্জন করেছে। এ সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সেনাবাহিনী ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো আরএসএফের কাছ থেকে প্রেমিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করে।

গত বছরের সেপ্টেম্বরে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের বিদ্রোহের পর পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এ সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এলাকার পুনর্দখলে নেয়।

সূত্র: এএফপি

এমএসএম

বিজ্ঞাপন