ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করলো সুদানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২১ মার্চ ২০২৫

রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করেছে সুদানের সেনাবাহিনী। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও এর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

গত বছরের সেপ্টেম্বরে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিদ্রোহের পর পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী। এখন প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধারকে সেনাবাহিনীর প্রতীকী জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, সেনাবাহিনী এখন প্যালেসের চারপাশে আরএসএফ সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে।

তাছাড়া রাজধানী খার্তুমের কেন্দ্রের বিভিন্ন এলাকায় এখনো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এ সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্রাসাদ ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এলাকার পুনর্দখলে নেয়।
সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

বিজ্ঞাপন