ভারতে কৃষকদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়

ভারতের পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু ও খানৌরি সীমানায় কৃষকদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলছিল।দীর্ঘ দিন ধরে চলা এই বিক্ষোভ থেকে কৃষকদের জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ।
তাছাড়া দুই নেতা সরওয়ান সিং পান্ধের ও জগজিৎ সিং দাল্লেওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে। কৃষক নেতারা যখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করে ফিরছিলেন, তখন তাদের গ্রেফতার করা হয়। তারা এখন আমরণ অনশন শুরু করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বুধবার শম্ভু সীমানায় যাওয়ার সময় পুলিশের সঙ্গে কিছু কৃষকের ঝামেলা হয়। গ্রেফতার করা হয় দুইশ জনকে। এরপর বিশাল পুলিশ বাহিনী খানৌরি সীমানায় যায়। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে অভিযোগ। পাঁচশ জনকে সেখান থেকে আটক করা হয়েছিল।
পুলিশ কৃষকদের অস্থায়ী ক্যাম্প ভেঙে দিয়েছে। রাস্তায় যাবতীয় অবরোধও সরিয়ে ফেলা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে কৃষকরা এই আন্দোলন করছিল মূলত একটা দাবি আদায়ের জন্য। তা হলো, ন্যূনতম সংগ্রহমূল্যকে আইনি স্বীকৃতি দিতে হবে। এখন সরকার ধান, গমসহ বিভিন্ন শস্যের যে সংগ্রহমূল্য ঘোষণা করেছে, সেই দামে সরকার কৃষকদের কাছ থেকে শস্য কেনে।
কিন্তু সরকার ছাড়া অন্যরা সেই দামে ফসল কিনতে বাধ্য নয়। বেসরকারি সংস্থাগুলো সংগ্রহমূল্য থেকে অনেক কম দামে ফসল কেনে। কৃষকদের দাবি, ন্যূনতম সংগ্রহমূল্যকে আইনত সবাইকে মানতে হবে। না হলে শাস্তি পেতে হবে, এই ব্যবস্থা আইন করে চালু করতে হবে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় সরকার এখনো এই দাবি মানেনি। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সাত দফা আলোচনা হয়েছে।
পাঞ্জাব পুলিশের এসপি নানক সিং বলেছেন, কৃষকদের আগে থেকে সাবধান করা হয়েছিল। তারপর তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
পাঞ্জাবে এখন আপ-এর সরকার ক্ষমতায় আছে। তারা এতদিন পর্যন্ত কৃষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। হঠাৎ এতদিন পর তারা কেন কৃষকদের ওপর পুলিশি ব্যবস্থা নিলো?
বিজ্ঞাপন
পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বলেছেন, কৃষকরা এক বছর ধরে পাঞ্জাব-হরিয়ানা সীমানা বন্ধ করে রাখার ফলে ব্যবসা-বাণিজ্যে বিপুল ক্ষতি হয়েছে।
আপ সংসদ সদস্য মলভিন্দর সিং কাং বলেছেন, এতদিন ধরে রাস্তা অবরোধ করে রাখায় রাজ্যে বাণিজ্য কমেছে, বিনিয়োগ কমেছে, পর্যটকদের আসা কমেছে।
এদিকে পাঞ্জাবে বিধানসভার বিরোধী নেতা প্রতাপ সিং বাজোয়া বলেছেন, কাপুরুষোচিতভাবে দুই কৃষক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মান কৃষকদের আওয়াজ বন্ধ করতে চাইছেন। আপ ও বিজেপি মিলে কৃষকদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো।
বিজ্ঞাপন
পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা বলেছেন, এটা কৃষকদের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়।
সূত্র: ডয়েচে ভেলে, দ্য হিন্দু
এমএসএম
বিজ্ঞাপন