সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরাক-সিরিয়ার আইএস নেতা নিহত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। শুক্রবার (১৪ মার্চ) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পারমাণবিক কর্মসূচিতে ইরানের পক্ষে রাশিয়া-চীন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুইটি। যুক্তরাষ্ট্র সম্প্রতি পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছে।
পশ্চিমবঙ্গে দোল পূর্ণিমা উদযাপন
বিজ্ঞাপন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গজুড়ে উপদযাপিত হয়েছে রঙের উৎসব দোল পূর্ণিমা। এই দোল উৎসবেকে কেন্দ্র করে শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
ইতিহাসে প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে
বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে। যা ইতিহাসে এই প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
রমজানে প্লাস্টিক-কাগজের পণ্যের চাহিদা বাড়ছে সৌদি আরবে
পবিত্র রমজান মাসে সৌদি আরবে খাবারের সঙ্গে সম্পর্কিত প্লাস্টিক ও কাগজের জিনিসপত্রের চাহিদা বাড়ছে। মানুষ খাবারের জন্য যখন একত্রিত হচ্ছেন তখন তারা এ সব পণ্য ব্যবহার করছেন।
রমজানে মুখরোচক খাবারে জমজমাট কলকাতার জাকারিয়া স্ট্রিট
বিজ্ঞাপন
পবিত্র রমজানকে কেন্দ্র করে ভিড় বাড়ছে কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট এলাকায়। কারণ এখানে নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যা আকৃষ্ট করছে ভোজনরসিকদের।
ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ সমাবেশ, গ্রেফতার ৯৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের প্রতি সংহতি জানিয়ে ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভকারীদের মধ্য থেকে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের অভিযোগের জবাবে যা বললো ভারত
পাকিস্তানে জাতিগত সহিংসতা ও সম্প্রতি বেলুচিস্তানে ট্রেনে হামলার পেছনে ভারতের হাত রয়েছে- ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত।
গাজায় ৫০ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের দূত
বিজ্ঞাপন
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। তাদের প্রতিবেদনে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট জানিয়েছে, উইটকফ ৫০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন।
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালের এ ঘটনায় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।
এমএসএম/এএসএম
বিজ্ঞাপন