ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সেনা সংকটে জার্মান সেনাবাহিনী 

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৩ মার্চ ২০২৫

সামরিক বাহিনীর প্রসার চায় জার্মান সরকার, তা সত্ত্বেও দেশটির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার তীব্র সেনা সংকটে ভুগছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনো শূন্য। বর্তমানে জার্মান সশস্ত্র বাহিনীতে এক লাখ ৮১ হাজার সৈন্য রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মান সেনাবাহিনীর নীচের র‍্যাঙ্কগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি রয়েছে। বছর শেষে পদোন্নতি দেয়ার সময় ২০ শতাংশের মতো পদ শূন্য থেকে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে ওপরের দিকের র‍্যাঙ্কগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। পরিস্থিতির উন্নয়নে প্রতিরক্ষা কমিশনার এফা হ্যোগল একটi নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

দায়িত্বশীল অনেকেই ২০১১ সালে স্থগিত হওয়া পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। কিন্তু কমিশনার এফা হ্যোগল মনে করছেন, শুধু এই ব্যবস্থার পুনর্বহালই যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্লিনে তিনি তার প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের তিনি বলেন, বুন্ডেসভেয়ারের পক্ষে এ মুহূর্তে এটি পরিচালনা করা একটু বেশি বেশিই হবে। এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষক বর্তমানে নেই বলেও জানান তিনি।

২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে জার্মানি বড় আকারের পুনঃসশস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বার্লিনের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আরো জরুরি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোট ও বামপন্থি এসপিডি জার্মানির পরবর্তী সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। এ মুহূর্তে তারা দেশটির অর্থনৈতিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়ার পাশপাশি পরিকাঠামো ও প্রতিরক্ষার দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সূত্র: ডয়চে ভেলে

এসএএইচ

বিজ্ঞাপন