রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে কুয়েত কর্তৃপক্ষ। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেফতারের কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধীদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। যারা আরব ও এশীয় জাতীয়তার অধিকারী।
আরও পড়ুন>
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- সৌদিতে আবাসিক-শ্রম আইন লঙ্ঘন, গ্রেফতার ২০ হাজারের বেশি
- যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার রেকর্ড সংখ্যক মানুষ
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় তাদের গ্রেফতারত করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে কিছু ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করে। অন্যরা হচ্ছেন অনিয়মিত শ্রমিক। যাদের স্থায়ী চাকরি নেই।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতের আইন লঙ্ঘন করে যেসব কোম্পানি কর্মী নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের ধরা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ১৩ হাজার ৮৭১ জনকে আবাসন, ৩ হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৩৬১ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
বিজ্ঞাপন