ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করবে হোন্ডা

সম্ভাব্য মার্কিন শুল্ক এড়াতে পরবর্তী প্রজন্মের সিভিক হাইব্রিড গাড়ি মেক্সিকোতে না বানিয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে বানানোর সিদ্ধান্ত নিয়েছে হোন্ডা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
হোন্ডার এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে গাড়িনির্মাতারা। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও হোন্ডার এই পদক্ষেপ হচ্ছে প্রথম কোনো বড় জাপানি গাড়িনির্মাতার কার্যকরী উদ্যোগ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>>
- হোন্ডা-নিসানের একীভূত হওয়ার পরিকল্পনা বাতিল
- এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি আনলো সনি-হোন্ডা
- যে উপায়ে জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে চান ট্রাম্প
সূত্র জানায়, জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি শুরুতে মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে ২০২৭ সালের নভেম্বর থেকে সিভিক উৎপাদনের পরিকল্পনা করেছিল। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ইন্ডিয়ানা ও কানাডার পরিবর্তে মেক্সিকোকে বেছে নেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে এখন হোন্ডা তার পরিকল্পনা পরিবর্তন করে ২০২৮ সালের মে মাস থেকে ইন্ডিয়ানায় নতুন সিভিক উৎপাদন শুরু করতে চায়। সেখানে বছরে প্রায় ২ লাখ ১০ হাজার গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। যদি ইন্ডিয়ানার উৎপাদন চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে শুল্কমুক্ত দেশগুলো থেকে আমদানিরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।
বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় নামপ্রকাশে অনিচ্ছুক সূত্ররা এই তথ্য দিয়েছেন।
বিজ্ঞাপন
হোন্ডার মুখপাত্র সিভিক উৎপাদন পরিকল্পনায় পরিবর্তন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কোম্পানিটি বৈশ্বিকভাবে ‘সর্বোত্তম উৎপাদন ও বণ্টন’ নিশ্চিত করতে বাজারের চাহিদা ও ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় রাখবে।
কেএএ/
বিজ্ঞাপন