সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ট্রাম্পের নতুন শুল্কে আরও তীব্র চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৪ মার্চ) চীনা পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত দেশ দুটির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবার মার্কিন কৃষি পণ্যে শুল্ক আরোপ করলো চীন
প্রায় দুই হাজার ১০০ কোটি ডলারের মার্কিন পণ্য আমদানির ওপর ১০ থেকে ১৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রতিবাদে এ ঘোষণা দিয়েছে চীন।
কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর মঙ্গলবার
কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। এবার জানা গেলো, স্থানীয় সময় মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ মার্কিন সহায়তা স্থগিত হওয়ায় কতটা বিপদে ইউক্রেন?
ইউক্রেন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করলেও যুদ্ধের জন্য এখনো তারা মার্কিন ও ইউরোপীয় সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। গত ৩ মার্চ ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। কারণ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় সরকারের কাছ থেকে তার শান্তি পরিকল্পনার জন্য আরও প্রতিশ্রুতি চেয়েছিলেন। গুঞ্জন ছিল, ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু তা হয়নি।
ইউক্রেনীয় এমপির দাবি/ জেলেনস্কিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একজন ইউক্রেনীয় সংসদ সদস্য। ইউক্রেনের বিরোধী দল ইউরোপিয়ান সলিডারিটি পার্টির সদস্য ওলেক্সি গনচারেঙ্কো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সাইম্রুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে জেলেনস্কির অমন আচরণ করা উচিত হয়নি।
বিজ্ঞাপন
৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান
জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে, এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই দাবানলে এখন পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ২০০ এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে, ফারাক্কা পরিদর্শন শেষে আবুল হোসেন
গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে হাওড়া রেলস্টেশন, এরপর ট্রেনে চড়ে তারা পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ভারতের নদী কমিশনের সদস্যরাও। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন।
৪০ বছর পরে তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দিলো পিকেকে
কারাগারে আটক পিকেকে নেতা আবদুল্লাহ ওচালানের একটি ঐতিহাসিক আহ্বানের পর নিষিদ্ধ কুর্দি বিদ্রোহীরা তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ওচালান দলটিকে বিলুপ্ত করতে ও চার দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি তার পদত্যাগপত্রটি পোস্ট করেছেন।
আমিরাতে শিশুহত্যার দায়ে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ভারতীয় গৃহকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চার মাস বয়সী এক শিশুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
কেএএ/জেআইএম
বিজ্ঞাপন