ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন ব্রিটিশ সাংবাদিক। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।

সাও পাওলোর জননিরাপত্তাবিষয়ক সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ও ঘটনা স্পষ্ট করার জন্য তদন্ত চালাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রাজিলে বিদেশি প্রেস সংবাদদাতাদের সমিতি (এসিআইই) ৩২ বছর বয়সী শার্লট অ্যালিস পিটের নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পিট শেষবার ৮ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে তার এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানান যে তিনি সাও পাওলো থেকে সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং থাকার জন্য একটি জায়গার প্রয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর কয়েকদিন পরে যুক্তরাজ্যে পিটের পরিবার একই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিদেশি সংবাদদাতাদের সমিতি জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে রিও ডি জেনিরো থেকে একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এরপর তিনি লন্ডনে ফিরে যান।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বছরের নভেম্বরে তিনি ব্রাজিলে ফিরে আসেন।

ব্রাজিলে থাকাকালীন পিট আল জাজিরা, দ্য টাইমস অব লন্ডন ও দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডসহ বেশ কিছু গণমাধ্যমের জন্য কাজ করতেন।

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

এমএসএম

বিজ্ঞাপন