ইতালিতে প্রচণ্ড দাবদাহে জরুরি অবস্থা জারি
ইতালিতে প্রখর উত্তাপে জনজীবন বিপর্যস্ত। সাধারণ জীবনযাপনে চরম ভোগান্তি আর অস্বস্তি দেখা দিয়েছে দেশজুড়ে। প্রচণ্ড দাবদাহের কারণে দেশটি জরুরি অবস্থা জারি করা হয়েছে। কোনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে জনগণকে নিষেধ করেছে রাজধানী রোমের পৌরসভা।
গতকাল বিভিন্ন অঞ্চলে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেশটিতে ঠাণ্ডা পানি এখন প্রশান্তির শেষ ভরসা। রেকর্ড ভঙ্গ করে এ বছর প্রতিদিন গড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭-৩৮ সর্বোচ্চ ৪০.৬ ডিগ্রি, যা সিজনাল তাপমাত্রা থেকে গড়ে ৫-৬ ডিগ্রি বেশি। যার ফলে সমুদ্রের পাড়ে মানুষের উপচেপড়া ভিড়। স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সাগরের পানিতে গা ডুবিয়ে।
অতিরিক্ত গরমের ফলে পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে। এর ফলে পর্যটকস্থানগুলো অন্য সময়ের তুলনায় ফাঁকা।
প্রবাসী বাংলাদেশিরা জানান, অনেক কষ্ট করে ফুটপাতে অস্থায়ী দোকান নিয়ে চরম অশান্তি ভোগ করতে হচ্ছে তাদের। এভাবে চলতে থাকলে দৈনন্দিন ব্যবসায় অনেক ক্ষতি হবে।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গরমের দাপট বাড়তেই থাকবে। আবার কোনো কোনো সময় বৈরি আবহাওয়া থাকতে পারে।
জমির হোসেন/এসআর/জেআইএম