জরায়ুমুখের ক্যানসার সচেতনতায় গণস্বাস্থ্য হাসপাতালের পদযাত্রা

জরায়ুমুখের ক্যানসার সচেতনতায় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল সম্প্রসারণে দুই দিনব্যাপী জননীর জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা থেকে শুরু হয়ে এই পদযাত্রা রোববার গাজীপুরে গিয়ে শেষ হয়। দুই দিনে ১১টি পথসভা, পথে পথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে গাজীপুরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডা. রাসকিন জানান, ৯ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া, ৩০ বছর বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং করা ও কোনো লক্ষণ দেখা দিলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নিলে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ও নিরাময় সম্ভব। এ বিষয়ে জনসচেনতা সৃষ্টির জন্য সবাই ভূমিকা রাখতে পারেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালকে গণমানুষের ক্যানসার হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সবাই মিলে কাজ করবো। এ সময় তিনি সবাইকে সাধ্যমত দান করার জন্য আহ্বান জানান।
বিজ্ঞাপন
এর আগে শনিবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও মার্চ ফর মাদার মোর্চার উদ্যোগে একটি আলোচনা সভা ও ক্যানসার হাসপাতাল সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় সাত লাখ টাকা অনুদান হস্তান্তর করেন কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এতে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসার সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের ট্রাস্টি মেজর জেনারেল (অব.) ফাতমী আহমেদ রুমি, সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক।
এসইউজে/এসআইটি/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যু উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগে
- ২ সব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি, কম দামে মিলবে ২৫০ রকম ওষুধ
- ৩ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চক্ষু হাসপাতালে প্রতিবাদ
- ৪ ‘ফ্যাসিবাদী কায়দায় বিপিএকে কুক্ষিগত করা যাবে না’
- ৫ যে কারণে উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল