ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক আবু জাফর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। এর আগে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. মো. আবু জাফরকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়।

এর আগে ১৫ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএএম/এমআইএইচএস