ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

ডা. এবিএম আবদুল্লাহর নামে গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

ওষুধের বিজ্ঞাপনে ডা. এবিএম আবদুল্লাহর নামে ভুয়া সাক্ষাৎকার ও অনলাইনে তার গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার গুজব ছড়িয়েছে। বিষয়গুলো মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন এমিরেটাস চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ।

শনিবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি আমার নামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে Cardio Fit নামে ওষুধ সম্পর্কে আমার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হয় সে বিষয়ে পরামর্শ দেন তিনি।

ডা. এবিএম আবদুল্লাহর নামে গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

এতে আরও বলা হয়, আরেকটি বিভ্রান্তকর খবর প্রচার করা হয়েছে যে আমার ব্যবহৃত গাড়িটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর। আমি সম্পূর্ণ সুস্থ আছি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. এবিএম আবদুল্লাহ জাগো নিউজকে বলন, এ ধরনের কোম্পানির নামও শুনিনি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার বক্তব্য কীভাবে জানি প্রচার করছে। এছাড়া আমার নামে ফেসবুকে গাড়িতে বোমা মারার কথাও বলছে। দুটি বিষয়ই একেবারে ভিত্তিহীন।

এএএম/এমআইএইচএস/জেআইএম