ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বেসরকারি মেডিকেলের ভর্তি ফি দেওয়া যাবে তিনবারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

বেসরকারি মেডিকেলে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা নির্বিঘ্নে সম্পন্ন করতে পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য এখন থেকে আর এককালীন টাকা দিতে হবে না। তিনটি কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তারা।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চান, তাহলে তাকে ভর্তি ফি গুনতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুনতে হবে ১১ লাখ।

অন্যান্য বছরে অভিভাবকদের ভর্তির টাকা একবারে পরিশোধ করতে হতো। এতে করে অনেকের মেডিকেলে পড়ার ইচ্ছে থাকলেও এককালীন বড় অংকের টাকা জোগান দেওয়ায় তা সম্ভব হতো না। কিন্তু এবারই মন্ত্রণালয় প্রথমবারের মতো এককালীন টাকা না দিয়ে তিনটি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করেছে। অভিভাবকরা শিক্ষার্থী ভর্তির সময় ৬০ শতাংশ টাকা দেবেন এরপর প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ ও তৃতীয় পেশাগত পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ টাকা দিতে পারবেন। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে গরিব ও মধ্যবিত্তদের মেডিকেলে পড়ার পথ সুগম হবে।

এএএম/বিএ/এএসএম