ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

এবার বেসরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি সমূহ নিম্নরুপ।

১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।
২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।
৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।
৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

এএএম/এমআইএইচএস/জিকেএস