‘টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না স্তন ক্যানসারের অনেক রোগী’
‘অনেক রোগীর ক্যানসার নির্ণয় হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যানসার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ১২তম বারের মতো সারাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবসটি পালিত হচ্ছে। এ বছর স্তন ক্যানসার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। কারণ, অনেক রোগীর ক্যানসার নির্ণয় হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যানসার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
গোলটেবিল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান, জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী প্রমুখ।
এএএম/এমএইচআর/জেআইএম