সেব্রিনা ফ্লোরাকে নিপসমে অবাঞ্ছিত ঘোষণা
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নিপসমের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) মহাখালীতে নিপসমের সামনে ব্যানার হাতে স্লোগান দেন ও বিক্ষোভ করেন তারা। ‘বৈষম্যবিরোধী নিপসম জনতা’র ব্যানারে এ ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নিপসমের কর্মীরা বলেন, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর। আগেও তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ছিলেন। তখন তিনি প্রতিষ্ঠানটি ধ্বংস করে দিয়েছেন।
- আরও পড়ুন
- পদত্যাগ করে অবসরের আবেদন স্বাস্থ্যের এডিজির
- রোবেদ আমিনসহ স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ দাবি
তারা বলেন, সাবেক সরকারের এক সহযোগী ডা. সামিউল ইসলামকে সরিয়ে আরেক জুলুমকারীকে আমরা কোনোভাবেই মানবো না। এ সময় তারা ডা. রুবেনা হকেরও পদত্যাগ দাবি করেন।
সবাই পদত্যাগ করলে প্রশাসন কীভাবে চলবে- এমন প্রশ্নে নিপসমের কর্মীরা বলেন, নিপসমের মধ্য থেকেই একজন সৎ, যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ অধ্যাপক এ দায়িত্ব গ্রহণ করলে আমাদের আপত্তি নেই। আমরা বাইরে থেকে কাউকে চাই না।
এএএম/কেএসআর/জিকেএস