ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য জানাতে হটলাইন চালু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তথ্য জানাতে হটলাইন চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা এবং আহত ও নিহতদের তথ্য জানাতে নিচের হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
নম্বরগুলো হলো: স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর- হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২।
এএএম/বিএ/এমএস