আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসার দাবি হেলথ ওয়াচের
গত কয়েক সপ্তাহে দেশে যে সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ হেলথ ওয়াচ। বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে তারা।
কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, বর্তমান পরিস্থিতিতে অসংখ্য নিরপরাধ মানুষ আহত ও নিহত হয়েছেন। নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ হেলথ ওয়াচ নিরস্ত্র নাগরিকদের ওপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা। এছাড়াও বেআইনিভাবে গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু হাসপাতাল এবং ক্লিনিক আন্তরিকতার সঙ্গে এই ক্রান্তিলগ্নে আহতদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এবং তাদের যথাযত সেবা দিয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু একই সময়ে আমরা শুনেছি যে কোনো কোনো প্রতিষ্ঠান আহতদের চিকিৎসা দিতে ভীত ছিল বা দিতে ইতস্তত করেছে। আমরা মনে করি, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক আহত মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্যসেবা একটি মৌলিক মানবাধিকার যা আমাদের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে।
কোনো স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান, তা হোক সরকারি বা বেসরকারি যে কোনো পরিস্থিতিতে সেবা দেওয়া প্রত্যাখ্যান করতে পারে না। আমরা কর্তৃপক্ষকে আরও অনুরোধ করছি সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অবিলম্বে নির্দেশ জারি করার জন্য যেন যে কেউ কোনও ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতাল আসলে হোক সেটা কোনো ইনজুরি অথবা যেকোনো রোগ তাকে যথাযত চিকিৎসা সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে কাউকে যেন কোনো হেনস্থার শিকার হতে না হয়।
বাংলাদেশ হেলথ ওয়াচ চায় যে সমাজের কোনো মানুষ যেন চিকিৎসাসেবার অভাবে অকালে প্রাণ না হারায়। কারণ প্রতিটি জীবনই মহামূল্যবান।
এএএম/এমআইএইচএস/জিকেএস