ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

নিউরোসার্জনদের নেতৃত্বে অধ্যাপক হোসেন ও শফিকই থাকলেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ জুলাই ২০২৪

দেশের নিউরোসার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স-এর পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ও ডা. মো. শফিকুল ইসলাম।

শনিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের ভোটে নির্বাচিত হন তারা।

অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান।

সারা দেশের ২৫০ জন নিউরোসার্জন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট প্রদান করেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মো. শফিউল আলম, ট্রেজারার পদে সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডা. মনসুর আহমেদ, বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. মো. রকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. আহসান মোহাম্মদ হাফিজ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।

এএএম/এমএইচআর/জিকেএস