নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছুই করার নেই। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়মে নার্স নিয়োগ হবে।
রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের প্রবীণদের স্বাস্থ্য বিষয়ে করণীয় শীর্ষক এক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে যোগদান শেষে জাগো নিউজ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলে তড়িঘড়ি করে গাড়িতে উঠে চলে যান মন্ত্রী।
দিন তিনেক আগে জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় যোগদান শেষে বেরিয়ে যাওয়ার সময় গত তিন সপ্তাহের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত বাংলাদেশ ডিপ্লোমা বেকার ও গ্রাজুয়েট নার্সরা মন্ত্রীকে তাদের সমস্যা শুনতে অনুরোধ জানালে তিনি তাদের কথা শুনবেন বলে আশ্বস্ত করলেও রোববার ভিন্নকথা বললেন।
এদিকে পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ডিপ্লোমা ও বেসিক গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।
আন্দোলনের মাঝেই রোববার কক্সবাজারে বদলি হয়েছেন নার্সনেত্রী ইসমত আরা পারভীন।
এমইউ/এসএইচএস/এবিএস