ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

আন্তর্জাতিক নার্স দিবস

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে র‍্যালি ও আলোচনা সভা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ মে ২০২৪

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস ছিল রোববার (১২ মে)। দিবসটি উপলক্ষে নাটোরে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ দিনভর বিশেষ কর্মসূচির আয়োজন করে। এবারে দিবসটির মূল স্লোগান হলো ‌‌‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ’।

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে র‍্যালি ও আলোচনা সভা

রোববার (১২ মে) দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন ছিল প্রতিষ্ঠানটিতে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে।

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে র্যালি ও আলোচনা সভা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম হাবিবুর রহমান, কলেজের প্রিন্সিপালসহ অন্য শিক্ষকরা।

আরও পড়ুন

দিনের শুরুতে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট আরও অনেকে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে কলেজ ক্যাম্পাসে ৩০ পাউন্ডের একটি কেক কাটা হয়। তারপর আলোচনা সভা হয়। সভায় নার্সিং পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে র্যালি ও আলোচনা সভা

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গণে। 

এসএনআর/জিকেএস