ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

হিটস্ট্রোকে একদিনে তিনজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

সারা দেশে তীব্র তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হিটস্ট্রোকে মারা গেছেন ১০ জন।

সোমবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হিটস্ট্রোকে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন মারা গেছেন মাদারীপুর জেলায়। আরেকজন মারা গেছেন চট্টগ্রামে। তবে গত একদিনে হিটস্ট্রোকে আক্রান্ত নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি।

সবমিলিয়ে বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্ত ৫ জন চিকিৎসাধীন আছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, সোমবার দেশের চার জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে অর্থাৎ অতিতীব্র তাপপ্রবাহ বইছে। এটিই এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে তপ্ত দিন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এর আগে এবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি উঠেছিল চুয়াডাঙ্গায়।

তীব্র গরমে প্রায় সারাদেশের জনজীবন বিপর্যস্ত। গত ৩১ মার্চ থেকে টানা চলছে তাপপ্রবাহ। বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। প্রচণ্ড গরমে পাওয়া যাচ্ছে হিটস্ট্রোকে মৃত্যুর খবর।

এএএম/কেএসআর