একদিনে আরও ৩৩ করোনা রোগী শনাক্ত

দেশে নতুন করে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনই ঢাকার বাসিন্দা। তবে এসময়ে দেশে করোনায় কারও মৃত্যুর তথ্য জানা যায়নি।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৪৮৩ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৪৪০ জনে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩০ জনই ঢাকার রোগী। দুজন চট্টগ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৬৪৯ জনে। মোট সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।
বিজ্ঞাপন
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এএএম/এমকেআর/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যু উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগে
- ২ সব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি, কম দামে মিলবে ২৫০ রকম ওষুধ
- ৩ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চক্ষু হাসপাতালে প্রতিবাদ
- ৪ ‘ফ্যাসিবাদী কায়দায় বিপিএকে কুক্ষিগত করা যাবে না’
- ৫ যে কারণে উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল