ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিএসএমএমইউ উপাচার্য

চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ সেবনে কিডনির ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রতি বছর দেশের ১৭ হাজার রোগী কিডনির ডায়ালাইসিস নিয়ে থাকেন। একই সঙ্গে প্রায় তিন হাজার রোগীর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ সেবনে কিডনি ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হয়ে যাবে।’

রিউমাটয়েড আর্থ্রাইটিস সচেতনতা দিবস উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিএসএমএমইউর রিউমাটোলোজি বিভাগ আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

কিডনির সমস্যা থেকে বাঁচতে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়ে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘যখনই শরীরে সন্ধিতে ব্যথা অনুভব করবেন, তখনই রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেবেন। সেখানকার পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করবেন। রোগ ধরা পরলে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলাচল করলে এ রোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যথা নিয়ে ঘরে পরে থাকলে ক্ষতি হবে। এটি এমন রোগ, যা শরীরের অন্য অংশকেও ক্ষতিগ্রস্ত করে। এমন রোগী বিএসএমএমইউর সুচিকিৎসা পাবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা না করলে মানুষ পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়।’

উপাচার্য বলেন, ‘বিএসএমএমইউর রিউমাটোলোজি বিভাগ সুনাম বয়ে আনছে। যারা বেশ ভালো গবেষণা কাজ করছে। তাদের এ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিএসএমএমইউর সুনাম বাড়ছে।’

শোভাযাত্রায় বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রিউমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, অধিকতর উন্নয়ন প্রকল্পগুলোর পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহেযাগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলোজি) ডা. মো. রাসেল, রিউমাটোলোজ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মেজর (অব.) সৈয়দ জামিল আব্দাল, উপপরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএএম/এমএএইচ/এসএম