৭৫ শতাংশ ডেঙ্গুরোগী সেরোটাইপ-২ আক্রান্ত
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। লাখ ছাড়িয়েছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ শতাধিক মানুষ। তবে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা সংক্রমিত।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
বুধবার (২৩ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দেশে মুরগির মাধ্যমে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি বেশি
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২০০ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩।
এএএম/কেএসআর/জিকেএস