ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

দেশে গবেষণা বাড়াতে গবেষকদের ঝোঁক থাকতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৭ আগস্ট ২০২৩

গবেষণা কার্যক্রম বাড়াতে সংশ্লিষ্টদের যেমন নেতৃত্ব দিতে হবে ঠিক তেমনি নিজের ভেতর থেকেও গবেষণার প্রতি ঝোঁক থাকতে হবে বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (৭ আগস্ট) সুপার স্পেশালাইজড হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে গবেষণা কার্যক্রম জোরদারকরণ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে এবং গবেষণা কার্যক্রম জোরদার করতে দেশি-বিদেশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে ফান্ডিং নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

উপাচার্য বলেন, উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমও অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যেও সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য।

এসময় শারফুদ্দিন আহমেদ গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বেশকিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এরই মধ্যে অনেক কিছুই করেছে, অনেক দূর এগিয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৭টি বিভাগ, ১০২টি উচ্চতর কোর্স। প্রতি বছর রেসিডেন্ট ও নন রেসিডেন্ট মিলিয়ে নতুন করে ২০০০ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। প্রতি বছর অনেকগুলো গবেষণা কার্যক্রমও সম্পন্ন হচ্ছে।

Sorfu2.jpg

শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হেলথ ট্যুরিজম চালু করা, জার্নাল ইনডেক্সিং কার্যক্রম সম্পন্ন করা, সমন্বিত রিসার্চ সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে ৪ কোটি টাকা থেকে ৩২ কোটি টাকায় উন্নীত করেছে। প্রধানমন্ত্রীর সমন্বিত গবেষণা ফান্ড থেকেও বরাদ্দ পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় অর্ধশত কোটি টাকায় উন্নীত হয়েছে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ (আবাসিক) প্রতিনিধি বর্ধন জং রানা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক একেএম মোশাররফ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মো. আতিকুল হক তুহিন, প্রক্টর অধ্যাপক মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

এএএম/এমআইএইচএস/এমএস