ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

মুগদা-বাসাবোবাসীর অভিযোগ

কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী

ইয়াসির আরাফাত রিপন | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩

ক্রমেই খারাপ অবস্থায় যাচ্ছে ঢাকার ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর কিছু এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। বেশি খারাপ অবস্থা জুরাইন-মুগদা এলাকার। এসব এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তি মারা গেছেন। এছাড়া বাসাবো, সবুজবাগ এলাকায়ও ঘরে ঘরে ডেঙ্গুরোগী।

এসব এলাকায় বসবাসরতদের অভিযোগ, এডিস মশার লার্ভা বা মশা বাড়লেও সিটি করপোরেশন থেকে তেমন কোনো তৎপরতা নেই। দেওয়া হচ্ছে না মশার ওষুধ, এলাকায় ফগার মেশিনের দেখাই মিলছে না। এ পরিস্থিতিতে তাদের দাবি, দ্রুততম সময়ে মশা নিধন এবং সরকারিভাবে অস্থায়ী হাসপাতাল খুলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা।

আরও পড়ুন>> ধারণক্ষমতার দুই-তৃতীয়াংশ শয্যায় ডেঙ্গু রোগী

কথা হয় মুগদা এলাকার বাসিন্দা আলমের সঙ্গে। তিনি থাকেন ঝিলপাড় এলাকায়। আলম জাগো নিউজকে বলেন, ‘আমরা এখানে বসবাস করছি মশার সঙ্গে। এখানে কয়েল বা মশারি টাঙিয়ে কোনো কাজ হচ্ছে না। মশারির চারপাশে মশা বসে থাকে। সুযোগ পেলেই কামড়াচ্ছে। এতে অনেকেই অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন মুগদা হাসপাতালে। আমার ছেলে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।’

সালাম নামে এ এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘মশা বাড়লেও এর প্রতিকারে কোনো ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন। স্থানীয় কাউন্সিলরের অফিসে সবাই জানাই, তবে কেন যেন কাজ হয় না। সবশেষ কোরবানির আগে মশা মারার জন্য ফগার মেশিন দেখা যায়, এরপর আর আসেনি।’

কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী

গলিপথে পানি জমে যাতে মশার লার্ভা জন্ম নিতে না পারে এজন্য স্থানীয়রা নিজ উদ্যোগে গলিপথ মেরামত করছেন। তবে পাশেই ময়লা-আবর্জনা ভর্তি ঝিল থাকায় এসব উদ্যোগও কোনো কাজে আসছে না। একটু বৃষ্টি হলেই ঝিলের মধ্যে পানি জমে, নতুন করে জন্ম নেয় মশা। ঝিল পরিষ্কার ও মশার ওষুধ স্প্রে করলে মশার কবল থেকে রক্ষা পাওয়া যাবে বলে ধারণা তাদের।

আরও পড়ুন>> ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই

এ নিয়ে কথা হয় খান এ কামালের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের গলিপথে খানা-খন্দ থাকায় পানি জমে মশার জন্ম হয়। এজন্য আমরা কয়েকজন মিলে পথ পরিষ্কার (সিমেন্ট দিয়ে ঢালাই) করে দিচ্ছি। কয়েকদিন আগে একজন মারা গেছেন। গত দুই-তিন দিনে ১১ জন ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া গেছে। যারা সবাই মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই নাপা ওষুধ খেয়েই ঘরোয়া চিকিৎসা নিচ্ছেন।’

বাসাবো এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মাহবুব হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাসায় তিনজন জ্বরের রোগী। কেউই হাসপাতালে যেতে চাচ্ছে না, বাসায় চিকিৎসা নিচ্ছে। তবে ছোট ছেলের অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় মেডিকেলে ভর্তি করেছি।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এত ট্যাক্স দেই তাহলে সেবা কোথায়। মশার যন্ত্রণায় রাত-দিন আতঙ্কে থাকি। মশা মারার ব্যবস্থা নেই। মশা মারার জন্য বাজেট করা হয় কিন্তু মশা মরে না। এর বিপরীতে নগরের অধিবাসীরা মারা যাচ্ছেন। এর প্রতিকার কী?’

কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী

শাহজাহানপুর বেনজীর বাগান এলাকার বাসিন্দা শিপন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘মশার কামড়ে অতিষ্ঠ। এখনো কোরবানির হাটের বর্জ্য পরিষ্কার করা হয়নি এলাকায়। সেখান থেকে বৃষ্টির পানিতে মশা জন্মায়। আমরা কার কাছে বিচার দেবো, সবাই দেখেও দেখে না। মশা মারার জন্য কালে-ভদ্রে লোক আসে, তাও কয়েকটি বাসায় ফগার ভেড়ানো হয়, বাকিটা হয় না। আমাদের এলাকা পরিষ্কার করা হলে মশা কমে যাবে। সিটি করপোরেশনের কাছে এটাই আমাদের দাবি।’

আরও পড়ুন>> ঢাকার যে ১১ এলাকা থেকে ডেঙ্গুরোগী বেশি আসছেন

যাত্রাবাড়ী ও মুগদা এলাকাটি ডিএসসিসির অঞ্চল-৫ এর আওতাধীন। এ অঞ্চল থেকেই এসব এলাকায় মশার ওষুধ ছিটানোসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার জাগো নিউজকে বলেন, মশা নিধনে প্রতিদিন সকালে লার্ভিসাইড ছিটানো হচ্ছে, বিকেলে ফগিং করা হচ্ছে। এছাড়া মশা নিধনে প্রতিটি পাড়া-মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন এবং জরিমানা করা হচ্ছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৭০ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৮৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।

কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৬২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ হাজার ৬৪৪ এবং ঢাকার বাইরের ১০ হাজার ৯৭৮ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ইএআর/এএসএ/জেআইএম

টাইমলাইন

  1. ১০:৩৭ এএম, ২৭ জুলাই ২০২৩ ডেঙ্গু নিধনে শাস্তির কোনো বিকল্প নেই: স্বাচিপ সভাপতি
  2. ১০:২৬ এএম, ২৭ জুলাই ২০২৩ ‘মহামারি ঘোষণা করতে নীতিনির্ধারকদের মধ্যে অজানা ভয় আছে’
  3. ১০:২৩ এএম, ২৭ জুলাই ২০২৩ পুলিশের ডাম্পিং ডেঙ্গুর বড় প্রজননস্থল: ইকবাল হাবিব
  4. ১০:০৪ এএম, ২৭ জুলাই ২০২৩ আগামী দুই মাস ডেঙ্গুর জন্য বেশ শঙ্কার: কবিরুল বাশার
  5. ০৯:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর বাড়বাড়ন্তে কয়েল-ক্রিম-স্প্রে ব্যবসায়ীদের পোয়াবারো
  6. ০৮:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী
  7. ০৮:২৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘রেজিট্যান্স ম্যাকানিজম বেড়ে মশা শক্তিশালী হয়ে উঠছে’
  8. ০৮:০৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়ে এটা প্রমাণিত না’
  9. ০৭:২১ পিএম, ২৬ জুলাই ২০২৩ অপ্রয়োজনীয়ভাবে প্লাটিলেট দেওয়া হচ্ছে ৯০ শতাংশ ডেঙ্গুরোগীর
  10. ০৬:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ আক্রান্ত রোগীরাও স্বজনদের নিয়ে ছুটছেন হাসপাতালে
  11. ০৫:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ পটুয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ
  12. ০৫:৪০ পিএম, ২৬ জুলাই ২০২৩ লিফলেট-ব্যানারে সীমাবদ্ধ ডেঙ্গু প্রতিরোধ
  13. ০৫:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গু নিয়ে হাইকোর্টে রিট: চার বছরেও নেই অগ্রগতি
  14. ০৫:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৮৪
  15. ০৪:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘ডেঙ্গুর শহর’ ঢাকা, জ্বর হলেই ছুট হাসপাতালে
  16. ০৪:৪১ পিএম, ২৬ জুলাই ২০২৩ পরিবেশ-চিকিৎসায় সন্তোষ, ঘাটতি জনবলের
  17. ০৪:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ মশা নিধনে এখনো ব্যবস্থা নেয়নি চবি
  18. ০৩:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম
  19. ০৩:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ বাড্ডায় ঘরে ঘরে ডেঙ্গুরোগী, নিম্নবিত্তের ভরসা নাপা
  20. ০১:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘হাত খুলে দাও পার্কে যাবো’
  21. ০১:০৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ বেশি খরচে ডেঙ্গুর ‘ভালো’ চিকিৎসা, দিনে ৫ হাজার টাকা
  22. ১২:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার আরও এক ছাত্রীর
  23. ১২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ব্লাড সেল সেপারেটর নেই, সেবা ব্যাহত
  24. ১১:২২ এএম, ২৬ জুলাই ২০২৩ ঢাকার দুই সিটির কর্মসূচি অনেক, ফলাফল ‘শূন্য’
  25. ১১:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুরোগীর চাপে বেসামাল মুগদা হাসপাতাল
  26. ১০:০৮ এএম, ২৬ জুলাই ২০২৩ গরমে মশারি টানাতে অনীহা রোগীদের
  27. ১০:০১ এএম, ২৬ জুলাই ২০২৩ প্রতি তিনজনে দুজন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি
  28. ০৯:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী যা বলেন
  29. ০৯:৩৫ এএম, ২৬ জুলাই ২০২৩ জামালপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ১৮ রোগী
  30. ০৯:১০ এএম, ২৬ জুলাই ২০২৩ বাংলাদেশ থেকে ভারতে যেতে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলকের দাবি
  31. ০৮:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ জবিতে নাজুক ড্রেনেজ ব্যবস্থা, ডেঙ্গু আতঙ্ক
  32. ০৮:৪০ এএম, ২৬ জুলাই ২০২৩ ‘স্প্রে কইরা রাস্তার মশা খেদাইয়া বস্তিতে ঢুকাইছে’
  33. ০৮:৩০ এএম, ২৬ জুলাই ২০২৩ বিশ্বজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  34. ০৮:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ কমে গেছে আইভি স্যালাইনের মজুত, সংকটের আশঙ্কা
  35. ০৮:১৭ এএম, ২৬ জুলাই ২০২৩ হাসপাতালে আর্তনাদ, রক্তের জন্য হাহাকার
  36. ০৮:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ চট্টগ্রামে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিকের জরিমানা
  37. ০৭:১৭ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৪১৮ জন হাসপাতালে ভর্তি
  38. ০৭:১৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে ১৬ মৃত্যু, ২০০ ছাড়ালো প্রাণহানি
  39. ০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩
  40. ০১:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু, ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা