ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

নিটোরের সহযোগী অধ্যাপক ডা. সাজেদ ফারুকী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৪ জুন ২০২৩

ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. সাজেদুর রেজা ফারুকী। রোববার (৪ জুন) সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সাজেদুর রেজা ফারুকী নিটোরের হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে কর্মরত ছিলেন। তিনি নিজ খরচে দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ এবং কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত দক্ষতায় গত ২০ বছর ধরে স্বাস্থ্যসেবা দিয়েছেন। বিস্তৃত কর্মজীবনে এ রকম বহু জটিল অস্ত্রোপচারে দেখেছেন সাফল্যের মুখ। দলগতভাবে করোনা-ডেঙ্গুর মতো দুর্যোগেও অব্যাহত রাখেন স্বাস্থ্যসেবা।

এর আগে ১৭ মে রাজধানীর একটি হাসপাতালে টানা ১১ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে চট্টগ্রামে লোহাগাড়ায় দায়ের কোপে বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবল জনি খানের (২৮) কবজি জোড়া লাগিয়েছেন ডা. সাজেদ রেজা ফারুকী।

এএএম/এমআইএইচএস/এমএস