ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টেস্ট বাণিজ্য নয়, রোগীদের প্রকৃত সেবা দিতে হবে: চিকিৎসকদের আতিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

রোগীদের মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানিয়ে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘পড়ালেখা শেষ করে সাদা অ্যাপ্রোন পরে মানবসেবার জগতে প্রবেশ করেন চিকিৎসকরা। মানবসেবাই পরম ধর্ম। চিকিৎসক হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। মেধাবী শিক্ষার্থীরাই চিকিৎসক হন। কর্মক্ষেত্রে তাদের মেধার পরিচয় দিতে হবে। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। টেস্ট বাণিজ্য নয়, রোগীদের প্রকৃত সেবা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। শপথপাঠ শেষে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে মেয়র বলেন, ‘উন্নত দেশে যেমন উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়, আমরা আপনাদের মাধ্যমে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই। অল্প খরচে গুণগত চিকিৎসা দেওয়া লক্ষ্য হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মহামারি মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রী এরই মধ্যে অনেক চিকিৎসক নিয়োগ দিয়েছেন। আশাকরি, আপনারাও ভালো চিকিৎসক হবেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।’

তিনি বলেন, ‘অনেক হাসপাতালে টেস্ট বাণিজ্যের কথা শুনি। চিকিৎসকদের টেস্ট বাণিজ্য নয়, প্রকৃত সেবা দিতে হবে। একজন রোগীকে সেবার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। একই রিপোর্ট বার বার করা বন্ধ করতে হবে। অবশ্যই প্রয়োজনীয় টেস্ট করতে হবে। তবে অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করতে হবে।’

মেয়র বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে হবে। তাদের সেবা দেওয়ার বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রান্তিক জনগণের পরিশ্রম ও অবদানের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্বল্প খরচে তাদের সেবা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী।

এমএমএ/এমএএইচ/জেআইএম